WBPSC তরফ থেকে একাধিক দপ্তরে জেলায় জেলায় নিয়োগ | WBPSC Various Department Group C Recruitment
পশ্চিমবঙ্গের সবচাইতে বড় রিক্রুটমেন্ট বোর্ড হল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। ২০২৪ এর শেষের দিক থেকে শুরু করে ২০২৫ এর শুরুর দিক অর্থাৎ আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর পক্ষ থেকে কোনো এক ধরনের দপ্তরে নয় বরং একাধিক ধরনের দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একের পর এক করে। একসাথে এতগুলো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ফলে বেকার চাকরি প্রার্থীদের মনে খুব স্বাভাবিক ভাবেই আশার আলো তৈরি হয়েছে। এর আগে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো দিন একসাথে এতগুলো দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। পশ্চিমবঙ্গের চাকরির ইতিহাসে এই ধরনের নিয়োগ প্রথমবার হতে চলেছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোন কোন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা এক নজরে দেখে নেওয়া যাক।
ক্লার্কশিপ:-
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সম্প্রতি ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এই নিয়োগের ফাইনাল নোটিফিকেশন এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, আপাতত একটি শর্ট নোটিফিকেশন প্রকাশ করে এই নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। এখানে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতাতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এই নিয়োগ সংক্রান্ত যে ফাইনাল নোটিফিকেশনটি প্রকাশিত হবে সেখানে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা ও বেতনের পরিমাণ জানিয়ে দেওয়া হবে।
লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (LDA):-
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সম্প্রতি প্রানী সম্পদ উন্নয়ন দপ্তরে প্রানী সম্পদ উন্নয়ন সহকারী বা Livestock Development Assistant পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকেই মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে ও কথা বলতে পারদর্শী হতে হবে। এখানে ন্যুনতম ১৮ বছর বয়স থেকে শুরু করে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার (IDO):-
পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা IDO পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে। তবে যেহেতু এখানো পর্যন্ত ফাইনাল নোটিফিকেশন জারি করা হয়নি তাই এই নিয়োগের আবেদন পত্র জমা নেওয়া কবে থেকে শুরু হবে সেই বিষয়েও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
ড্রাফ্টসম্যান:-
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সম্প্রতি এক নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে যে রাজ্যে মিউনিসিপ্যালিটি অফিসে ড্রাফ্টসম্যান পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কতজন কর্মীকে নিয়োগ করা হবে, তার জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এইসব বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। খুব শীঘ্রই ফাইনাল নোটিফিকেশন জারি করে এইসব বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।
মোটর ভেহিকেল ইন্সপেক্টর:-
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সম্প্রতি মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে গ্ৰ্যাজুয়েশন পাস যোগ্যতাতে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে। রাজ্যের সমতল এলাকার চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৭০ মিটার এবং বুকের ছাতি হতে হবে ৮৬ সেমি। অন্যদিকে পাহাড়ি এলাকার চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ মিটার এবং বুকের ছাতি হতে হবে ৮১ সেমি।
ফুড প্রসেসিং অফিসার:-
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সম্প্রতি রাজ্য খাদ্য দপ্তরের অধীনে ফুড প্রসেসিং অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি শর্ট নোটিফিকেশন প্রকাশ করে আপাতত এই নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। ফাইনাল নোটিফিকেশন এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। খুব শীঘ্রই তা প্রকাশিত হবে বলে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত হলে তখন এই নিয়োগের বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য সম্পর্কে জানা যাবে।
অ্যাসিস্ট্যান্ট টিচার:-
পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সম্প্রতি পশ্চিমবঙ্গের বাংলা ও ইংরেজি মিডিয়াম স্কুল গুলিতে সহকারী শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে যে যে বিষয় গুলি পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল- বাংলা, ইংরেজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্ৰাফি, সংস্কৃত সহ আরও অন্যান্য। এক্ষেত্রে চাকরিপ্রার্থীকে উক্ত বিষয় গুলির মধ্যে যে কোনো একটিতে গ্ৰ্যাজুয়েশন বা পোস্ট গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী সম্পন্ন করে থাকতে হবে। তবে কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত হলে এই বিষয়ে জানা যাবে।
পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে উপরিউক্ত শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এই সকল শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষা করুন এবং তার জন্য নিয়মিত পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
OFFICIAL WEBSITE: CLICK HERE