২০২৩ এর টেটের রেজাল্টের দিন ঘোষণা করা হল, কবে প্রকাশিত হবে জেনে নিন | WB TET Result

২০২৩ এর টেটের রেজাল্টের দিন ঘোষণা করা হল, কবে প্রকাশিত হবে জেনে নিন | WB TET Result

২০২২ এ যারা প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছেন তাদের কবে নিয়োগ করা হবে এবং ২০২৩এ যারা টেট পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে সকলের মনে প্রশ্ন। তবে পর্ষদ সভাপতি তরফ থেকে বিরাট আপডেট শোনা গেল। যেখান থেকে প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীরা কিছুটা হলেও আশার আলো দেখতে পেয়েছেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে শেষ বারের মতো টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে পুরো একটা বছর কেটে গেছে এখনো পর্যন্ত ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। তবে সম্প্রতি ২০২৩ এর টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়া নিয়ে এক গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তাহলে কি সকল জটিলতা কাটিয়ে এবারে প্রকাশিত হতে চলেছে ২০২৩ এর টেট পরীক্ষার ফলাফল? হলে তা কবে হবে? আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করবো।

২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার আশায় অধীর আগ্রহে বসে রয়েছেন পশ্চিমবঙ্গের কয়েক হাজার চাকরিপ্রার্থী। আজ ২০২৪ এর ৩১ শে ডিসেম্বর হয়ে গেল অর্থাৎ আজই চলতি বছরের শেষ দিন। এখনো পর্যন্ত ২০২৩ এর টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়া নিয়ে মিলল না কোনো সুখবর। এই বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন যে, ২০১৭ ও ২০২২ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্র ভুল থাকার বিষয়টি নিয়ে কিছু সংখ্যক টেট পরীক্ষার্থী আদালতে মামলা দায়ের করেছিলেন। সেই কারনে যতদিন পর্যন্ত না এই মামলার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়া সম্ভব নয়। এছাড়াও আরও একটি সমস্যা হল ২০২২ এ যারা টেট পাস করে রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না করে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা কম।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই প্রশ্নপত্র ভুল হওয়ার বিষয়টি খুটিয়ে দেখতে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের শিক্ষকমন্ডলী দের নিয়ে একটি কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৭ সালে আমাদের রাজ্যে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার প্রশ্নপত্রে মোট ২৩ টি প্রশ্ন ভুল ছিল। পরবর্তীকালে ২০২২ সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার প্রশ্নপত্রে মোট ২৪ টি প্রশ্ন ভুল ছিল। এমনটাই অভিযোগ তুলেছেন ২০১৭ ও ২০২২ সালের টেট পরীক্ষার্থীরা।

প্রশ্নপত্র নিয়ে এই অভিযোগের বিষয়টি খুটিয়ে বিচার করার পরেই ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের আইনি পরামর্শও গ্ৰহন করেছে পর্ষদ। শুধুমাত্র যে ২০১৭ ও ২০২২ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ছিল এমনটা নয় ২০২৩ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রেও ভুল ছিল।

২০১৭ সালের টেট পরীক্ষায় অংশ গ্ৰহন করেছিলেন মোট ৭ লক্ষ পরীক্ষার্থী। তার মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী। সেই সময় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল কথা দিয়েছিলেন যে এবার থেকে আমাদের রাজ্যে প্রতি বছর দুবার করে টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি তার কথা রেখেছেন, তার কথা অনুযায়ী ২০২৩ এর ডিসেম্বর মাসে ফের টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

২০২৩ সালের টেট পরীক্ষায় ৩ লক্ষ ৯৫৪ জন চাকরিপ্রার্থী আবেদন পত্র জমা করেছিলেন। তবে পরীক্ষায় অংশ গ্ৰহন করেছিলেন ২ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থী। আজ ২০২৪ এর ৩১ শে ডিসেম্বর হয়ে গেল অর্থাৎ আজই চলতি বছরের শেষ দিন। এখনো পর্যন্ত ২০২৩ এর টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হল না। আর এই সব ঝামেলার কারনেই বাতিল হয়ে গেল ২০২৪ এর টেট পরীক্ষা।

আরও পড়ুন: CLICK HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *