রাজ্যের বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে দ্রুত আবেদন করুন | WB School Teacher Recruitment
পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের বিষয়টিকে কেন্দ্র করে যে দুর্নীতি চলছিল তারই জেরে সুদীর্ঘ আট বছর যাবৎ আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ বন্ধ ছিল। যার ফলে আমাদের রাজ্যের সেই সকল চাকরিপ্রার্থীরা যারা শিক্ষক পদে চাকরি পাওয়ার জন্য B.Ed কোর্স সম্পন্ন করেছেন তারা শিক্ষক হওয়ার যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাননি। সেই সকল বেকার চাকরী প্রার্থীদের জন্য নতুন বছরের শুরুতেই বিরাট বড় সুসংবাদ। দীর্ঘ আট বছর পর অবশেষে পশ্চিমবঙ্গের বাংলা ও ইংরেজি মিডিয়াম স্কুল গুলিতে সহকারী শিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলা ও ইংরেজি মিডিয়াম স্কুল গুলির নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নীচে এই প্রতিবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
পশ্চিমবঙ্গের বাংলা ও ইংরেজি মিডিয়াম স্কুল গুলিতে যে যে বিষয় গুলি পড়ানোর জন্য সহকারী শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
বাংলা, ইংরেজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্ৰাফি, সংস্কৃত সহ আরও অন্যান্য।
প্রয়োজনীয় যোগ্যতা:-
রাজ্যের বাংলা ও ইংরেজি মিডিয়াম স্কুলে উপরিউক্ত বিষয় গুলি পড়ানোর জন্য যে সহকারী শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে সেখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর নিম্নোক্ত যোগ্যতা গুলি থাকা আবশ্যিক। যেমন –
১) চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় উপরিউক্ত বিষয় গুলির মধ্যে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে।
২) চাকরিপ্রার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
৩) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
৪) স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা ছাড়াও চাকরিপ্রার্থীদের B.Ed কোর্স সম্পন্ন করে থাকতে হবে।
আবেদন করার নিয়মাবলী:-
সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে PSC এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি পূরণ করতে হবে। তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সবকিছু ভালোভাবে চেক করে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে। তার জন্য আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সবার প্রথমে আবেদনকারীদের একটি ১০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই দুটো ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:-
এই নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি পরিচালনা করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের জন্য আপাতত প্রাথমিক ভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চূড়ান্ত বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।
OFFICIAL NOTICE- DOWNLOAD