পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য একটি নতুন নিয়োগের সুখবর। রাজ্যে ফের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারে রাজ্যের জেলায় জেলায় ব্লক অফিসে কর্মী নেওয়া হবে। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হলেই নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সবচাইতে বড় বিষয় হলো এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে আগ্ৰহী চাকরিপ্রার্থীরা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নীচে এই প্রতিবেদনের বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
শূন্যপদের নাম:-
রাজ্যের ব্লকে ব্লকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেগুলি হল- অ্যাকাউন্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট।
বয়সসীমা:-
উক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন জানানোর ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/১২/২০২৪ অনুযায়ী সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে। এর উর্দ্ধে কোনো ব্যাক্তি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
বেতনের পরিমাণ:-
উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা অ্যাকাউন্ট্যান্ট পদে নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে ১২,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। অন্যদিকে যারা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে ১১,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
উক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আবেদনকারীকে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করে সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর সেই আবেদন পত্রের প্রিন্ট আউটের নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে। তারপর এই সবকিছু একসাথে একটি খামের ভেতর ঢুকিয়ে নির্দিষ্ট ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে চাকরিতে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ:-
জেলা ভিত্তিক ব্লক অফিসে কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে আগামী ২৪ শে ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১১ টা থেকে। যারা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তাদেরকে ওইদিন নির্ধারিত সময়ের মধ্যে ইন্টারভিউ স্থানে পৌঁছে ইন্টারভিউ দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই একজন সরকারি রিটায়ার্ড পার্সন হতে হবে। সেইসঙ্গে অ্যাকাউন্টস্ এর কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ইন্টারভিউয়ের স্থান:-
আপনারা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তাদেরকে নির্ধারিত দিনে ইন্টারভিউ স্থানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ স্থানের ঠিকানা এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে।
OFFICIAL NOTICE- DOWNLOAD