আজ আমরা কোন চাকরির পরীক্ষা বা প্রকল্পের খবর নিয়ে হাজির হয়নি। আজ আমরা জানবো মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে। মাধ্যমিকে কত নম্বর পেলে পাস করবেন আজ আমরা এইসব তথ্য আলোচনা করবো।
আমরা জানি ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তত্বাবধানে ১০ ই ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ এ ফেব্রুয়ারি শেষ হয়েছিল। একজন ছাত্র ছাত্রীদের কাছে এটা প্রথম বোর্ডের পরীক্ষা এই পরীক্ষার ফলাফলের উপর তাদের ভবিষ্যতে পড়াশোনার দিক নির্দেশ করে দেয় । তাই এটি ছাত্রছাত্রীদের কাছে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ :- মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে । অর্থাৎ মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল।
এখন যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে তাই মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নে একটু সময় লাগবে।
মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব :- মাধ্যমিক পরীক্ষা একজন ছাত্র ছাত্রীদের কাছে প্রথম বোর্ডের পরীক্ষা। যা তারা নিজেদের বিদ্যালয়ে না দিয়ে অন্য বিদ্যালয়ে দিতে যাই। এছাড়া মাধ্যমিক পরীক্ষার ফলাফল বলে দেয় যে সেই ছাত্র বা ছাত্রী কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে।
মাধ্যমিকের পাস নম্বর :- মাধ্যমিক পরীক্ষার নূন্যতম পাস নাম্বার হলো ২৫%. মাধ্যমিক পরীক্ষা হয় ১০০ নম্বরে যার মধ্যে ৯০ নম্বর লিখিত ও ১০ নম্বর মৌখিক।
বেশিরভাগ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মৌখিক পরীক্ষার নাম্বার ১০ নম্বর ই দেওয়া হয়। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় ১৫ নম্বর পেলেই তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারে। অর্থাৎ মোট ২৫ নম্বর পেলেই পাস করে যাবে।
যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা এই সময়টায় একটু ঘোরাঘুরি করতে পারেন। এছাড়া গল্পের বই পড়ে কাটাতে পারেন , পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন , ভ্রমণ করতে যেতে পারেন । এছাড়া আপনারা কি বিষয় নিয়ে পরবর্তীতে পড়াশোনা করবেন সেই নিয়ে চিন্তা ভাবনা করবেন।