রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Health Department Group C Recruitment
পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্ৰুপ সি পদে কর্মী নেওয়া হবে। সম্প্রতি এই মর্মে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নীরিক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মীদের বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হলেই এবং উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই রাজ্যের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ করা, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
স্বাস্থ্য দপ্তরের অধীনে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে তা হল – ইনফেকশন কন্ট্রোল নার্স (ICN)।
নির্ধারিত বয়সসীমা:-
উক্ত পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩/০১/২০২৫ অনুযায়ী সর্বাধিক ৪০ বছরের মধ্যে। ৪০ বছরের উর্ধ্বে কেউ এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন না।
বেতনের পরিমাণ:-
স্বাস্থ্য দপ্তরের অধীনে ইনফেকশন কন্ট্রোল নার্স পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান/বোর্ড থেকে B.Sc নার্সিং সম্পন্ন করে থাকতে হবে। সেইসঙ্গে যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে কমপক্ষে ২ বছর নার্স পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আগে থেকে কোনো রকম কোনো আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে সেই তারিখে নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটার সাথে বাকি সকল প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স যুক্ত করে নিয়ে সরাসরি ইন্টারভিউ স্থানে পৌঁছে ইন্টারভিউ দিলেই হবে। আবেদন প্রক্রিয়ার বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
ইন্টারভিউয়ের দিতে যাওয়ার সময় সঙ্গে করে যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলি হল-
১) নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা।
২) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স।
৩) প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স।
৪) স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ডের এক কপি জেরক্স।
৫) ডিপ্লোমা ও ট্রেনিং সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স।
৬) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর এক কপি জেরক্স।
৭) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর এক কপি জেরক্স।
৮) রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো দুই কপি।
নিয়োগ পদ্ধতি:-
প্রতিবেদনের শুরুতেই আমরা আপনাদের জানিয়েছি যে এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ:-
সংশ্লিষ্ট শূন্যপদে কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ১০ ই জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। আপনারা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক ও যোগ্য তারা নির্ধারিত সময়ের অন্তত পক্ষে আধ ঘন্টা আগে ইন্টারভিউ স্থানে পৌঁছে যাবেন।
ইন্টারভিউ স্থানের ঠিকানা:-
ইন্টারভিউ স্থানের ঠিকানা হল-
Office of the Principal,
Bardhaman Medical College, Purba Bardhaman.
OFFICIAL NOTICE | ডাউনলোড |
OFFICIAL WEBSITE | ক্লিক করুন |