বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ অসহায় গৃহহীন মানুষকে বাড়ি দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই যোগ্য প্রার্থীরা যারা টাকা পাবেন তাদের তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। আর এবার রাজ্যবাসীর জন্য ফের এক বিরাট বড়ো সুখবর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধুমাত্র ঘর তৈরির টাকাই নয় তার সঙ্গে দেওয়া হবে অতিরিক্ত ১২,০০০ টাকা। খুব শীঘ্রই এই টাকা ক্রেডিট করা শুরু হবে সুবিধা ভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে। কারা পাবেন এই টাকা, কি কারনে দেওয়া হবে, কিভাবে পাবেন সেইসব নিয়ে বুঝিয়ে বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গ সরকারের নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে এই টাকা প্রদান করা হবে। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে সার্ভে করে জানা গিয়েছে যে সকল পরিবার গুলিকে বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে তার মধ্যে এমন অনেক পরিবার রয়েছে যাদের শৌচাগার নেই বা থাকলেও তা ঠিকঠাক নয়। এইসব পরিবার গুলিকে শৌচাগার বানানোর জন্য অর্থ সাহায্য করার মাধ্যমে নির্মল বাংলা প্রকল্পের সূচনা করার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্মল বাংলা প্রকল্পের সূচনা করতে পরিবার পিছু শৌচাগার বানানোর জন্য ১২,০০০ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার। আপনি যদি নির্মল বাংলা প্রকল্পের আওতায় ১২,০০০ টাকা লাভ করতে চান তাহলে যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন। নিম্নে নির্মল বাংলা প্রকল্পের আবেদন পদ্ধতির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল। প্রতিবেদনের শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ে বিস্তারিত ভাবে জেনে নিন।
বাংলা আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গের সহায় সম্বল হীন অর্থাৎ গৃহহীন অসহায় মানুষদের গৃহ নির্মাণের জন্য অর্থ প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের আওতায় গৃহহীন পরিবার গুলিকে গৃহ নির্মাণের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের তালিকায় যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই এই প্রকল্পের বরাদ্দ টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। বাংলা আবাস যোজনার টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে। প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা করে দেওয়া হয়। তারপর গৃহ নির্মাণের কাজ শুরু হওয়ার পর দ্বিতীয় অর্থাৎ শেষ কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হয়। তবে এবার থেকে বাংলা আবাস যোজনার অন্তর্গত পরিবার গুলিকে এই যোজনার মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার পাশাপাশি শৌচাগার বানানোর জন্য অতিরিক্ত ১২,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত ও গ্ৰামীন উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার সম্প্রতি এক মন্তব্য প্রকাশ করে বলেছেন যে, বেশ কিছুদিন আগেই পশ্চিমবঙ্গকে সারা দেশের মধ্যে “উন্মুক্ত শৌচমুক্ত” রাজ্য বলে ঘোষণা করা হয়েছে। এই অপমানের যোগ্য জবাব দিতে হলে বাংলার প্রতিটি ঘরে ঘরে শৌচাগার থাকাটা অত্যন্ত জরুরি। বর্তমানে এমন অনেক পরিবার রয়েছে যাদের শৌচাগার নেই বা থাকলেও তা ঠিকঠাক নয়। এই ধরনের পরিবার গুলিকে শৌচাগার নির্মাণ করে দেওয়াই হল পশ্চিমবঙ্গ সরকারের নির্মল বাংলা প্রকল্পের সূচনা করার মূল উদ্দেশ্য।
নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে শৌচাগার হীন পরিবার গুলিকে শৌচাগার নির্মানের জন্য ১২,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। এই টাকা মূলত দুটি কিস্তিতে দেওয়া হবে। প্রথম ধাপে দেওয়া হবে ৬,০০০ টাকা এবং দ্বিতীয় ধাপে দেওয়া হবে ৬,০০০ টাকা। পশ্চিমবঙ্গের গ্ৰামীন অঞ্চল গুলিতে গ্ৰাম পঞ্চায়েতের অধীনে স্থায়ীভাবে বসবাসকারী যে সকল পরিবার গুলি বাংলা আবাস যোজনার টাকা পেয়েছেন শুধুমাত্র তাদেরকেই শৌচাগার বানানোর জন্য ১২,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার।
আমাদের রাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী বাংলা আবাস যোজনার আওতায় থাকা পরিবার গুলিকে নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে শৌচাগার নির্মানের পাশাপাশি বিদ্যুৎ, পানীয় জল এর সুবিধাও প্রদান করা হবে। তাছাড়াও বাংলা আবাস যোজনার আওতায় থাকা পরিবার গুলিকে আনন্দধারা প্রকল্পের আওতায় আনার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: CLICK HERE