বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা। সম্প্রতি প্রানী সম্পদ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতাতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিম্নে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদি খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা:-
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সুতরাং এই নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আবেদন পত্র প্রকাশ করা থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত পুরো বিষয়টি পরিচালনা করবে পাবলিক সার্ভিস কমিশন।
শূন্যপদের নাম:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের প্রানী সম্পদ উন্নয়ন দপ্তরে প্রানী সম্পদ উন্নয়ন সহকারী বা Livestock Development Assistant পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তার পাশাপাশি আবেদনকারীর কাছে প্রানী সম্পদ বিকাশ প্রশিক্ষনের সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা:-
উক্ত পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:-
প্রানী সম্পদ উন্নয়ন দপ্তরের অধীনে Livestock Development Assistant পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি পূরণ করতে হবে। তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সবকিছু ভালোভাবে চেক করে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) পরিচয় পত্রের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ড।
২) জন্মের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
৩) মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট।
৪) জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট।
৫) রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
বাছাই প্রক্রিয়া:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই দুটো ধাপ অতিক্রম করে যারা শেষ পর্যন্ত যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:-
পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রানী সম্পদ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটা শর্ট নোটিফিকেশন। ফাইনাল নোটিফিকেশন এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে কিছুদিনের মধ্যেই তা প্রকাশিত হয়ে যাবে। আপনারা যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী তারা নিয়মিত পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
Official Notification | Download |
Official Website | Click Here |