জানুয়ারি মাসেই সরকারি কর্মীদের DA এর পরিমাণ বাড়ছে, কবে থেকে পাবেন জেনে নিন | WB Govt Job Employee DA Hike
নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট বড়ো সুখবর। কিছুদিন আগেই আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA এর পরিমাণ আরও ৩% বাড়ানো হবে। তবে এবার সেই সিদ্ধান্তে বড়সর বদল আনল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির তারিখ ফেব্রুয়ারী মাসের শেষের দিক থেকে এগিয়ে জানুয়ারিতে করা হল।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির কারণ কি?
গত নভেম্বর ও ডিসেম্বর মাসের AICPI এর সূচক অনুযায়ী এই DA এর পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। চলতি মাস অর্থাৎ জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA এর পরিমাণ আরও ৩% বৃদ্ধি পেলে তাদের DA এর পরিমাণ ৫০% থেকে বেড়ে ৫৩ % হবে। গত বছর অর্থাৎ ২০২৪ এর জুলাই মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত মোট তিন মাসের AICPI এর মোট সূচক ছিল গড়ে ১৪৪.৫। এর সঙ্গে নভেম্বর ও ডিসেম্বর মাসের AICPI এর সূচক যোগ করলে মোট সূচক দাঁড়ায় গড়ে ১৪৫। আর এই হিসেবেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA এর পরিমাণ ৩% বৃদ্ধি করা হচ্ছে।
DA বৃদ্ধির ফলে কার বেতন কত টাকা বাড়বে?
কেন্দ্রীয় সরকার অধীনস্থ যে সকল কর্মীদের মাসিক বেতন ন্যুনতম ১৮,০০০ টাকা তাদের DA এর পরিমাণ বাড়বে ৫৪০ টাকা।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ যে সকল কর্মীদের মাসিক বেতন ৫৬,১০০ টাকা তাদের DA এর পরিমাণ বাড়বে ১,৬৮৩ টাকা।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ যে সকল কর্মীদের মাসিক বেতন ২,৫০,০০০ টাকা তাদের DA এর পরিমাণ বাড়বে ৭,৫০০ টাকা।
অন্যদিকে, পেনশন হোল্ডারদের ক্ষেত্রে যাদের পেনশনের পরিমাণ সর্বনিম্ন তাদের DA এর পরিমাণ বাড়বে ২৭০ টাকা।
যে সকল পেনশন হোল্ডারদের পেনশনের পরিমাণ সর্বোচ্চ তাদের DA এর পরিমাণ বাড়বে ৩,৭৫০ টাকা।
DA এর পরিমাণ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি কেন?
দিনে দিনে মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে করে নিয়ম মেনে যদি সরকারি কর্মী ও পেনশন হোল্ডারদের DA এর পরিমাণ বাড়ানো না হয় তাহলে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা তাদের পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। অগ্নিমূল্যের বাজারে কম বেতনে সংসার চালিয়ে ভবিষ্যৎ এর জন্য অর্থ সঞ্চয় করে রাখা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। সেই কারনেই যাতে তারা বর্তমান অগ্নিমূল্যের বাজারের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে তার পাশাপাশি ভবিষ্যতের জন্য অর্থও সঞ্চয় করে রাখতে পারে সেই কারনে বছর বছর DA বৃদ্ধি হওয়া অত্যন্ত জরুরি।
যদিও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার তার অধীনস্থ কর্মীদের DA বাড়ানো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। তবে চলতি মাস অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই কেন্দ্রীয় সরকার তার অধীনস্থ কর্মীদের ৩% DA বৃদ্ধি করার কথা ঘোষণা করবে ও জানুয়ারি মাসের মধ্যেই তাদের ৩% DA বৃদ্ধি করে দেবে বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন: CLICK HERE
Join Telegram Channel: CLICK HERE