পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের সুখবর। এবার রাজ্যের BLRO অফিসে কর্মী নিয়োগ হতে চলেছে। এই মর্মে সম্প্রতি এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে বেকার চাকরী প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আপনি যদি একজন বেকার চাকরী প্রার্থী হয়ে থাকেন এবং নিজের রাজ্যের মধ্যে থেকেই মোটা বেতনের একটা ভালো চাকরি করতে চান তাহলে এটি একটি দুর্দান্ত সুযোগ। এই সুযোগকে হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
শূন্যপদের নাম:-
রাজ্যের BLRO অফিসে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেটি হলো ডেটা এন্ট্রি অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট সংস্থার অধীনে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার ব্যাবহারে দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা:-
BLRO অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক OBC ক্যাটাগরির প্রার্থীরা ৩ বছর এবং SC, ST ক্যাটাগরির প্রার্থীরা ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৩,০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও বাকি অন্যান্য সব সরকারি সুযোগ সুবিধাও প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরি পাওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে জলপাইগুড়ি জেলার BLRO অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে নিজের মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে যে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে সেটি দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে যে ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-
১) জন্মের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ড।
৩) গ্ৰ্যাজুয়েশন পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৫) সদ্য তোলা আবেদনকারীর নিজের পাসপোর্ট সাইজের ফটো দুই কপি।
নির্বাচন পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:-
এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৩/১২/২০২৪ পর্যন্ত। তাই আপনারা যারা এখনো পর্যন্ত আবেদন করে উঠতে পারেননি তারা দ্রুত আবেদন করে ফেলুন। নয়তো সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।
OFFICIAL NOTICE-: Download
APPLY ONLINE : Click Here