বেকার চাকরী প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হলেই নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের নিয়োগের অপেক্ষায় বসে ছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত খুশির খবর। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে সবিস্তারে বর্ণনা করা হলো।
শূন্যপদের নাম:-
কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।
নির্ধারিত বয়সসীমা:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে-
১) সবার আগে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করতে হবে।
২) তারপর সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করে সাদা A4 সাইজ পেপারে তার একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) এরপর এই অ্যাপ্লিকেশন ফর্মে নিজের সম্পর্কে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে।
৪) এরপর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের এক কপি করে জেরক্স বের করে নিতে হবে।
৫) সবশেষে এই সবকিছু একসাথে যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন হয়ে যাবে।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও ডেমোস্ট্রেশনের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য :-
আবেদন মূল্য হিসেবে জেনারেল ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা করে জমা দিতে হবে এবং এস.সি, এস.টি ক্যাটাগরির প্রার্থীদের ২৫০ টাকা করে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:-
কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে প্রকাশিত এই শূন্যপদে কর্মী নিয়োগের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ৩১ শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ৩১ শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
OFFICIAL NOTICE- DOWNLOAD
OFFICIAL WEBSITE – CLICK HERE