ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের অধীনে একাধিক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ। India Post Payment Bank Recruitment

আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে একটা নতুন নিয়োগের সুখবর। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের ২৩ টি জেলা থেকেই বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক সাম্প্রতিক সময়ে সারা ভারতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে যত দিন যাচ্ছে সারা দেশ জুড়ে এর ব্রাঞ্চ অফিসের সংখ্যা ততই বাড়ছে। এইসব ব্রাঞ্চে বিভিন্ন কাজকর্ম পরিচালনার জন্য প্রয়োজন প্রচুর কর্মী। সেই কারনেই সম্প্রতি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পক্ষ থেকে কর্মী নিয়োগের এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কোনো এক ধরনের পদে নয় বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে বিভিন্ন বিষয়ে যেমন শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

শূন্যপদ গুলির নাম:-
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের পক্ষ থেকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সেগুলি হল-

১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
২) আইটি ম্যানেজার ( পেমেন্ট সিস্টেম)
৩) আইটি ম্যানেজার ( অবকাঠামো, নেটওয়ার্ক ও ক্লাউড)
৪) আইটি ম্যানেজার ( এন্টারপ্রাইজ ডেটা ওয়্যারহাউস)
৫) সিনিয়র ম্যানেজার আইটি
৬) সাইবার সিকিউরিটি এক্সপার্ট

বয়সসীমা:-
১৮ বছরের উর্ধ্বে বয়স হলেই যে কোনো চাকরি প্রার্থী এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের কিছুটা হলেও ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:-
উপরিউক্ত শূন্যপদ গুলির প্রতিটি ক্ষেত্রেই আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে IT বা কম্পিউটার সায়েন্সে গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে বা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করে থাকতে হবে। এছাড়াও যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন সেই পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি:-
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরি পেতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://ippbonline.com এ প্রবেশ করতে হবে। তারপর শুরুতেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অনলাইন আবেদন পত্র আসবে। সেই আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে। সেইসঙ্গে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে নির্দিষ্ট আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।

নিয়োগ পদ্ধতি:-
এখানে যার যারা চাকরির জন্য আবেদন করবেন তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই দুটো ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে সেই অনুযায়ী যোগ্য প্রার্থীদের নির্বাচন করে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন শুরু ও শেষের তারিখ:-
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পক্ষ থেকে প্রকাশিত উক্ত শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। এই প্রক্রিয়া শুরু হবে আগামী ২১/১২/২০২৪ থেকে। আর তা চলবে আগামী ১০/০১/২০২৫ পর্যন্ত। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পত্র জমা করে দেবেন। নয়তো সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।

OFFICIAL NOTICE- DOWNLOAD 

OFFICIAL WEBSITE- CLICK HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *