বেকার চাকরী প্রার্থীদের উদ্দেশ্যে আরও একটি নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা। ভারতীয় শ্রম দপ্তরের অধীনে একাধিক ধরনের শূন্যপদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দেশ তথা রাজ্যের একজন স্থায়ী নাগরিক হলেই নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে নির্দ্বিধায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীরা এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নীচে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থার নাম:-
ভারত সরকারের মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এর অধীনে থাকা এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন এর পক্ষ থেকে ওই সংস্থার অধীনে একাধিক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শূন্যপদ গুলির নাম ও শূন্যপদের সংখ্যা:-
এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন এর অধীনে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল- অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সিনিয়র বাসিন্দা। এক্ষেত্রে সব মিলিয়ে মোট ১১০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
নির্ধারিত বয়সসীমা:-
সংশ্লিষ্ট সংস্থার অধীনে উক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১৩ ই জানুয়ারি ২০২৫ অনুযায়ী সর্বাধিক ৬৯ বছরের মধ্যে। নির্ধারিত বয়সসীমা সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
বেতনের পরিমাণ:-
উক্ত পদ গুলিতে নিযুক্ত কর্মীদের পদ বিশেষে প্রতি মাসে ৬৭,৭০০ টাকা থেকে ২,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন এর পক্ষ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদ গুলির মধ্যে যে কোনো একটিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এম. বি. বি. এস ডিগ্ৰি/পোস্ট গ্ৰ্যাজুয়েশন ডিগ্রী বা ডিপ্লোমা/সুপার স্পেশালিটি তে গ্ৰ্যাজুয়েশন কোর্স সম্পন্ন করে থাকতে হবে। এছাড়াও বাকি আর কি কি যোগ্যতা থাকতে হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
আবেদন পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে পূরন করা আবেদন পত্র ই-মেলের মাধ্যমে পাঠাতে হবে। তার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। যেমন –
১) সবার প্রথমে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২) তারপর সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করে সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) এরপর সেখানে যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
৪) এরপর একে একে এই পূরন করা আবেদন পত্র সহ বাকি সকল প্রয়োজনীয় ডকুমেন্টস এর সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি স্ক্যান করে একটি PDF ফাইল বানিয়ে নিতে হবে।
৫) সবশেষে এই PDF ফাইলটি dean-alwar.rj@esic.nic.in এই ই-মেইল অ্যাড্রেসে ই-মেইল করে পাঠিয়ে দিলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্র ই- মেইল এর মাধ্যমে পাঠানোর সময় যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস এর সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড।
৩) পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট।
৪) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট (যাদের আছে)।
৬) রিসেন্ট তোলা দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো।
নির্বাচন পদ্ধতি:-
এখানে উক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে নির্বাচন করার জন্য কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে চাকরিতে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ:-
এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন এর পক্ষ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ১৩/০১/২০২৫ তারিখ।
ইন্টারভিউ স্থানের ঠিকানা:-
আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন যাবতীয় ডকুমেন্টস সহ নিম্নলিখিত ঠিকানাতে ইন্টারভিউ দিতে যেতে হবে। ইন্টারভিউ স্থানের ঠিকানা হল-
Venue for Walk in Interview,
ESIC, MCH, Desula, MIA,
Alwar(Raj)- 301030.
OFFICIAL NOTICE- DOWNLOAD
OFFICIAL WEBSITE – CLICK HERE