পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে একটি চাকরির সুখবর। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের ছাত্রাবাসীর চুক্তিভিত্তিকভাবে গ্রুপ ডি কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে স্বল্প যোগ্যতাতেই চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়া হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন তাদের জন্য অবশ্যই এটি একটি ভালো সুখবর। ন্যূনতম যোগ্যতায় এখানে মূলত গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। যারা যারা অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিতভাবে জেনে আবেদন করতে পারেন।
পদের নাম এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নাম গুলি হল-
- হোস্টেল সুপারিনটেনডেন্ট,
- কুক এবং
- হেল্পার
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা হোস্টেল সুপারিনটেনডেন্ট পদে চাকরি করতে ইচ্ছুক তাদের মূলত একটু উচ্চ শিক্ষিত হতে হবে অর্থাৎ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের নূন্যতম পাস থাকতে হবে। যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাস করলেই চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন এবং এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম কম্পিউটার জ্ঞান সম্বন্ধে ধারণা থাকতে হবে। এছাড়াও কুক এবং হেলপার পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকতে হবে।
বয়স: এখানে আবেদন জানাতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিতদের জন্য যে বয়সের ছাড় রয়েছে সেটি এখানে পেয়ে যাবেন।
বেতন: এখানে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। সুপারিনটেনডেন্ট পদে চাকরি পেলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 10 হাজার করে টাকা। যারা হেলপার পদে চাকরি করবেন তাদের এখানে প্রতি মাসের 7000 টাকা করে বেতন দেওয়া হবে এবং যারা রান্নার কাজে নিযুক্ত হবেন তাদের এখানে প্রতি মাসে 5000 টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: এখানে আবেদন জানাতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। এরপর আবেদন পত্রটিকে হাতে-কলমে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রটির সম্পূর্ণ করার পর আবেদন পত্রের সঙ্গে বেশ কিছু ডকুমেন্টস সংযুক্ত করতে হবে। সমস্ত কিছুর সংযুক্ত হয়ে গেলে স্কুলের ঠিকানায় আবেদন পত্রটি পাঠাতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:
- বয়সের প্রমাণপত্র
- চাকরিপ্রার্থীর পরিচয় পত্র বা আধার কার্ড এবং ভোটার কার্ড
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হলে তার সার্টিফিকেট
- ঠিকানার প্রমাণপত্র
- প্রার্থীর নিজস্ব বৈধ মোবাইল নাম্বার
- নিজস্ব বৈধ ইমেইল আইডি
- অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে
নিয়োগ পদ্ধতি: এখানে যারা আবেদন জানাবেন তাদের প্রথমে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ নিয়ে চাকরিপ্রার্থীদের নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস বিজ্ঞপ্তিতে ভালোভাবে উল্লেখ করা রয়েছে তাই যারা আবেদন জানাবেন তারা পরীক্ষার সিলেবাসটি ভালো করে দেখে নিতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ২৩/১২/২০২৪ তারিখ হইতে এবং আবেদন চলবে ০৫/০১/২০২৫ তারিখ পর্যন্ত।
বিশেষভাবে মনে রাখবেন এখানে আবেদন জানাতে হলে প্রার্থীদের অবশ্যই উক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে হলে প্রার্থীদের অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে পড়ে নিতে হবে।
OFFICIAL NOTICE- CLICK HERE