পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্যে বিশাল বড় সুখবর। প্রত্যেক বছরের মতো এ বছরেও রাজ্যে শুরু হতে চলেছে জব ফেয়ার বা চাকরি মেলা। খুব শীঘ্রই জব ফেয়ার বা চাকরি মেলা ২০২৫ এর শুভারম্ভ হতে চলেছে আমাদের রাজ্যে। চাকরিপ্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে এই মেলায় অংশগ্রহণ করার জন্য নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কবে থেকে এই মেলা শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে কতদিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এইসব বিষয় গুলির সম্পর্কে।
এবারের এই জব ফেয়ার বা চাকরি মেলা অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরী প্রার্থীরা এই চাকরি মেলায় অংশগ্রহণ করতে পারবেন। বিভিন্ন বড়ো বড়ো নামকরা প্রাইভেট কোম্পানী থেকে চাকরি দাতারা ওইদিন এই চাকরি মেলায় উপস্থিত থাকবেন। এই মেলাতেই তারা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেবেন এবং ইন্টারভিউ নেবার পর যাদেরকে যোগ্য বলে মনে করা হবে তাদের হাতে সাথে সাথে ওই মেলাতেই নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। আগামী কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর দপ্তরের তরফে সরাসরি জব ফেয়ার বা চাকরি মেলা অনুষ্ঠিত হবে।
গত কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসকের অফিসের পক্ষ থেকে এই বিষয়ে একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে এই চাকরি মেলার বিষয়ে জানানো হয়েছে। বিভিন্ন বড়ো বড়ো প্রাইভেট কোম্পানীর চাকরি দাতারা এই মেলায় উপস্থিত থাকবেন।বিভিন্ন কারিগরি শিক্ষার কোর্স যেমন পলিটেকনিক, ভোকেশনাল কোর্স, ITI, উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ পাওয়া বেকার চাকরী প্রার্থীরা এই চাকরি মেলায় অংশগ্রহণ করতে পারবেন। শুধু তাই নয় ইন্টারভিউ নেওয়ার পর ওইদিন ওই মেলাতেই যোগ্য প্রার্থীদেরকে বাছাই করে তাদের হাতে সরাসরি নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
এবারের এই চাকরি মেলা অর্থাৎ জব ফেয়ার ২০২৫ এর আয়োজন করছে পশ্চিম মেদিনীপুর জেলা ইন্ডাস্ট্রি ও স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তবে শুধুমাত্র এই একটি জেলায় নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় এই চাকরির মেলা বা মিলন উৎসব আয়োজিত হবে যেখানে চাকরিপ্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিয়েই চাকরি পেয়ে যাবেন। তবে এই চাকরি মেলায় অংশগ্রহণ করতে আগ্ৰহী চাকরিপ্রার্থীদের আগে থেকে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের “রোজগার সেবা পোর্টাল” নামে যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। শুধু তাই নয় চাকরি দাতাদেরকেও এই নির্ধারিত সময়ের মধ্যে শূন্যপদ সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এই “রোজগার সেবা পোর্টাল” এ আপলোড করতে হবে।
সুতরাং, সারা পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা যারা এই জব ফেয়ার বা চাকরি মেলায় অংশগ্রহণ করতে চান তারা আর উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়ে নিন। কারন এই নির্ধারিত সময়ের মধ্যে নাম রেজিস্ট্রেশন না করলে চাকরি মেলায় অংশগ্রহণ করা যাবে না।
শিক্ষা মানুষের জীবনের অন্যতম প্রধান অধিকার এবং সামাজিক অগ্রগতির মূল ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এখনও…
২০১৬ সালের এসএসসি মামলার একের পর এক আপডেট আসছে যেন শেষ হওয়ার কোন নামই নেই।…
New UPI Rules 2025: বর্তমান দিনে ভারতীয় জনগণের লেনদেনের শব্দে জনপ্রিয় মাধ্যম হল ইউপিআই। সমগ্র…
২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে ৩২,০০০ শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অবৈধভাবে অনেকেই…
ভারতের বৃহত্তম ইন্সুরেন্স কোম্পানি তথা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ২০২৫ সালের জন্য পশ্চিমবঙ্গের…
পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় সুখবর! আগামী জুন মাস থেকে রাজ্যের মহিলারা আরও বেশি ভাতা…