মাধ্যমিক পাস যোগ্যতায় ৫০,০০০ টাকা স্কলারশিপ দিচ্ছে টাটা স্টিল, আবেদন করলেই পাবেন।
ছাত্র ছাত্রীদের জন্য টাটা স্টিলের তরফ থেকে দুর্দান্ত সুখবর। টাটা স্টিলের অধীনস্থ একটি সংস্থা টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেড দেশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এনেছে একটি চমৎকার স্কলারশিপ স্কিম। আমাদের দেশে এখনো পর্যন্ত এমন অনেক মেধাবী ছাত্র ছাত্রীরা রয়েছেন যারা পরিবারের আর্থিক দুরাবস্থার কারনে উচ্চশিক্ষা লাভ করা থেকে বঞ্চিত হচ্ছেন। এইসব আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষা লাভে সাহায্য করার জন্যই টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেড ৫০,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়ার ব্যাবস্থা করেছে। ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকলেই যে কোনো ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
আপনি যদি ভারতে স্থায়ীভাবে বসবাসকারী একজন মাধ্যমিক পাস ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে। নীচে এই স্কলারশিপ স্কিমের বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন এই স্কলারশিপ চালু করার উদ্দেশ্য, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল। এই প্রতিবেদনের শেষ পর্যন্ত পড়ে উক্ত বিষয় গুলির সম্পর্কে জেনে নিন তারপর আবেদন করুন।
স্কলারশিপ চালু করার উদ্দেশ্য:-
টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেডের তরফ থেকে এই চমৎকার স্কলারশিপ স্কিম চালু করার একমাত্র উদ্দেশ্য হল দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীদের লেখাপড়ার খরচ চালানোর জন্য আর্থিক সাহায্য প্রদান করা। যাতে করে তারা এই স্কলারশিপের টাকা দিয়ে উচ্চশিক্ষা লাভ করে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারেন।
স্কলারশিপে আবেদন পদ্ধতি:-
এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য সবার আগে buddy4study এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর সেখানে বিভিন্ন ধরনের স্কলারশিপের একটি লিস্ট আসবে সেখান থেকে এই স্কলারশিপটি সিলেক্ট করে Apply Now অপশনে ক্লিক করতে হবে। তারপর অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেখানে নিজের বৈধ মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে নিজের সম্পর্কে যাবতীয় প্রয়োজনীয় তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে। তারপর আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে তার মাধ্যমিক পাসের নথিপত্র সহ বাকি যাবতীয় দরকারি নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় নথিপত্র:-
আবেদন করার সময় আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে নিম্নলিখিত নথি গুলি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। যেমন-
১) যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
২) পরিচয় পত্র হিসেবে আবেদনকারী ছাত্র বা ছাত্রীর নিজের আধার কার্ড/ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড স্ক্যান করা।
৩) আবেদনকারী ছাত্র বা ছাত্রী যে ITI বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছেন তার প্রমান পত্র হিসেবে ভর্তির রিসিপ্ট কপি স্ক্যান করা।
৪) আবেদনকারী ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয়ের প্রমাণ পত্র হিসেবে ইনকাম সার্টিফিকেট স্ক্যান করা।
৫) একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বুকের প্রথম পেজটি স্ক্যান করা।
৬) আবেদনকারী ছাত্র বা ছাত্রীর নিজের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-
টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে যে ৫০,০০০ টাকার স্কলারশিপ দেওয়া হচ্ছে তা পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারী ছাত্র বা ছাত্রীর যে যে যোগ্যতা গুলি থাকতে হবে সেগুলি হল-
১) আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেইসঙ্গে ITI বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে।
২) আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই জামশেদপুর, কান্তনগর, ফরিদাবাদ, চেন্নাই, কালিনগর, পুনে বা কলকাতার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) আবেদনকারী ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
৪) এক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতির ছাত্র ছাত্রীদের ও শারিরীক ভাবে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের অগ্ৰাধিকার দেওয়া হবে।
স্কলারশিপে আবেদনের সময়সীমা:-
টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে যে স্কলারশিপ দেওয়া হচ্ছে তার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে। এই আবেদন প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে সেই বিষয়ে টাটা স্টিলের তরফ থেকে কিছু জানানো হয়নি। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা বেশি দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন। এই স্কলারশিপের বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানতে টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।