টাটা গ্রুপের দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ, আবেদন করলে চাকরি | Tata Group Job Recruitment 

টাটা গ্রুপের দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ, আবেদন করলে চাকরি | Tata Group Job Recruitment

ভারতের শিল্প গোষ্ঠী গুলির মধ্যে অন্যতম ও প্রসিদ্ধ হল টাটা গ্ৰুপ। শুধুমাত্র ভারতেই নয় ভারতের বাইরে বিভিন্ন দেশেও এই কোম্পানির অজস্ত্র শাখা রয়েছে। মাঝেমধ্যেই এইসব শাখা গুলিতে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল বিভিন্ন ধরনের কাজের জন্য প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হয়ে থাকে। আর ঠিক সেই ভাবেই টাটা গ্ৰুপের অন্তর্গত টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এর তরফ থেকে সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি একজন বেকার চাকরী প্রার্থী হয়ে থাকেন আর টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এর অধীনে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। নীচে এই নিয়োগের বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন কোন কোন শূন্যপদে নিয়োগ করা হবে? কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? কিভাবে আবেদন করতে হবে? কি পদ্ধতিতে নিয়োগ করা হবে? আবেদনের সময়সীমা কতদিন? এইসব বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

শূন্যপদ গুলির নাম:-
টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এর অধীনে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-

ক্লার্ক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ব্যাবসায়ী ইলেকট্রিক্যাল, ব্যাবসায়ী টার্নার, মেকানিকাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সহ আরও বিভিন্ন ধরনের শূন্যপদে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-
সংশ্লিষ্ট সংস্থার অধীনে উক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা হল-

ক্লার্ক –
ক্লার্ক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কাজ করার দক্ষতা থাকতে হবে। সেইসঙ্গে টাইপিং নলেজ থাকতে হবে। এছাড়াও ক্লাসিক্যাল পদে অন্তত পক্ষে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে।

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট –
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে S.S.C বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেইসঙ্গে NCVT প্রদত্ত ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরির জন্য আবেদন জানানোর ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে।

মেকানিকাল ইঞ্জিনিয়ার –
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ B.E/B.Tech কোর্স সম্পন্ন করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে।

জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল –
এই পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে নলেজ থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদন জানানোর ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে।

এছাড়াও বাকি অন্যান্য শূন্যপদ গুলির ক্ষেত্রে পদ বিশেষে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোন পদের ক্ষেত্রে কি ধরনের যোগ্যতা থাকতে হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।

আবেদন পদ্ধতি:-

টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এর তরফ থেকে প্রকাশিত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করে আবেদন করতে হবে-

১) সবার আগে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://www.tifr.res.in এ প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে যে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দেওয়া হবে তা দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে।

৪) সেখানে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।

৫) এরপর পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সকল প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

৬) সবশেষে সবকিছু ভালোভাবে চেক করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।

নির্বাচন পদ্ধতি:-
টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এর তরফ থেকে প্রকাশিত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন করার শেষ তারিখ:-
এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে এবং তা চলবে আগামী ১১/০১/২০২৫ পর্যন্ত। আপনারা যারা আবেদন করতে চান তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন। নয়তো সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।

OFFICIAL NOTICE- DOWNLOAD 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *