দীর্ঘ অপেক্ষার পর অবশেষে SSC-র মাধ্যমে ১ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল

বেকার চাকরী প্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে বিশাল বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এত বড় নিয়োগ স্টাফ সিলেকশন কমিশনের ইতিহাসে বিরল। সারা দেশ জুড়ে গ্ৰুপ সি সহ বিভিন্ন ধরনের শূন্যপদে মোট ১ লক্ষ কর্মী নিয়োগ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন। সম্প্রতি এই মর্মে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে গ্ৰ্যাজুয়েশন পাস পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে বেকার চাকরী প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিভিন্ন দপ্তরে মোট ১ লক্ষ কর্মী নিয়োগ করা হবে। এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে স্টাফ সিলেকশন কমিশন বোর্ড। স্টাফ সিলেকশন কমিশন হল কেন্দ্রীয় সরকার অধীনস্থ সবচাইতে বড় নিয়োগকারী বোর্ড যা কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের দায়িত্ব পালন করে। নীচে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে ১ লক্ষ শূন্যপদে কর্মী নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের সংখ্যা:-
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর গুলিতে বিভিন্ন ধরনের শূন্যপদ মিলিয়ে যে ১ লক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করবে স্টাফ সিলেকশন কমিশন।

শূন্যপদ গুলির নাম:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ক্লার্ক, হেড ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ, স্টাফ কার ড্রাইভার, ফার্মাসিস্ট, লাইব্রেরিয়ান, সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ আরও বিভিন্ন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:-
এখানে এক এক ধরনের শূন্যপদে আবেদন করার জন্য এক এক ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকলেই এখানে চাকরির জন্য আবেদন করা যাবে। কোন পদের ক্ষেত্রে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

আবেদন পদ্ধতি:-
স্টাফ সিলেকশন কমিশন পরিচালিত এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য সবার আগে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এ প্রবেশ করতে হবে। তারপর শুরুতেই রেজিস্ট্রেশন এর লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রত্যেক আবেদনকারীকে আলাদা আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।‌ সবশেষে পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সকল প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে ও নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। সব কিছু হয়ে যাওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আবেদন প্রক্রিয়া শেষ।

নিয়োগ পদ্ধতি:-
স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এই শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা:-
এই নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। আগামী নতুন বছরের এপ্রিল মাসের ১৬ তারিখ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে এবং তা চলবে টানা একমাস পর্যন্ত অর্থাৎ মে মাসের ১৫ তারিখ পর্যন্ত। আপনারা যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আগ্রহী তারা নিয়মিত স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *