ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক হল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। সমগ্ৰ ভারতবর্ষ জুড়ে এই ব্যাংকের অসংখ্য শাখা ছড়িয়ে রয়েছে। সেই শাখা গুলিতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করেন। যত দিন যাচ্ছে স্টেট ব্যাংকে গ্ৰাহকের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। ফলত স্বাভাবিক ভাবেই কাজের চাপও বাড়ছে। এছাড়াও প্রতি বছরই কোনো না কোনো শাখাতে কোনো না কোনো কর্মী অবসর লাভ করছেন। সেই কারনেই ক্রমাগত বাড়তে থাকা কাজের চাপ সামলানোর জন্য প্রতি বছরই ধাপে ধাপে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
সম্প্রতি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে তেমনই এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে মোট ১৩ হাজারের ও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। নীচে স্টেট ব্যাংকের এই নিয়োগের বিষয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য যেমন- শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে মূলত ক্লার্ক পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নেওয়া হবে।
মোট শূন্যপদের সংখ্যা:-
সারা ভারতবর্ষ জুড়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বিভিন্ন শাখায় জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। সারা দেশ মিলিয়ে মোট ১৩,৭৩৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে।
নির্ধারিত বয়সসীমা:-
জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে ৪৭,৯২০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও চাকরির ক্ষেত্রে বাকি সব সুযোগ সুবিধা গুলিও দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অধীনে জুনিয়র অ্যাসোসিয়েট পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো শাখাতে গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এছাড়াও গ্ৰ্যাজুয়েশন এর ফাইনাল কোর্সের স্টুডেন্টরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন পদ্ধতি:-
আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের SBI রিক্রুটমেন্ট প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শুরুতে তাদেরকে নিজের একটি বৈধ মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নিজের সম্পর্কে যাবতীয় প্রয়োজনীয় তথ্য বসিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। সবশেষে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
আবেদন মূল্য:-
এক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে Gen ক্যাটাগরির প্রার্থীদের ৭৫০ টাকা করে জমা দিতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের যেমন SC, ST, PwBD ও ESM প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
আবেদন শুরু ও শেষের তারিখ:-
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ১৭/১২/২০২৪ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ৭/০১/২০২৫ পর্যন্ত। আপনারা যারা আবেদন করতে চান তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন নয়তো সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।
OFFICIAL NOTICE- DOWNLOAD
APPLY ONLINE – CLICK HERE
শিক্ষা মানুষের জীবনের অন্যতম প্রধান অধিকার এবং সামাজিক অগ্রগতির মূল ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এখনও…
২০১৬ সালের এসএসসি মামলার একের পর এক আপডেট আসছে যেন শেষ হওয়ার কোন নামই নেই।…
New UPI Rules 2025: বর্তমান দিনে ভারতীয় জনগণের লেনদেনের শব্দে জনপ্রিয় মাধ্যম হল ইউপিআই। সমগ্র…
২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে ৩২,০০০ শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অবৈধভাবে অনেকেই…
ভারতের বৃহত্তম ইন্সুরেন্স কোম্পানি তথা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ২০২৫ সালের জন্য পশ্চিমবঙ্গের…
পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় সুখবর! আগামী জুন মাস থেকে রাজ্যের মহিলারা আরও বেশি ভাতা…