ITI ছাড়াই মাধ্যমিক পাশে ৩২ হাজার শূন্যপদে ভারতীয় রেলে গ্ৰুপ ডি কর্মী নিয়োগ | RRB Railway Group D Recruitment

ITI ছাড়াই মাধ্যমিক পাশে ৩২ হাজার শূন্যপদে ভারতীয় রেলে গ্ৰুপ ডি কর্মী নিয়োগ | RRB Railway Group D Recruitment

বেকার চাকরী প্রার্থীদের জন্য বিরাট বড়ো নিয়োগের সুখবর। ভারতীয় রেলের পক্ষ থেকে সারা দেশ জুড়ে বিপুল সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এক বা দুই হাজার শূন্যপদে নয় একসাথে ৩২ হাজারের কাছাকাছি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে মাধ্যমিক পাস যোগ্যতাতে। এর আগে ভারতীয় রেলের অধীনে গ্ৰুপ ডি পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস করে থাকতে হতো সেইসঙ্গে আইটি আই কোর্স সম্পন্ন করে থাকতে হতো। তবে সম্প্রতি ভারতীয় রেল ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা রয়েছে যে কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই যে কোনো বেকার চাকরী প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

সুতরাং আমাদের দেশের সেই সকল চাকরি প্রার্থীরা যারা এতদিন পর্যন্ত আইটি আই কোর্সের সার্টিফিকেট না থাকায় ভারতীয় রেলের পক্ষ থেকে প্রকাশিত গ্ৰুপ ডি পদে চাকরির জন্য আবেদন জানাতে পারছিলেন না সেই কারনে দুশ্চিন্তায় ছিলেন তাদের দুশ্চিন্তার অবসান ঘটল। তারা এবারে অনায়াসেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্ৰহন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হলো।

শূন্যপদের নাম ও সংখ্যা:-
ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। সারা দেশ জুড়ে বিভিন্ন জোন মিলিয়ে মোট ৩২ হাজার ৪ শত ৩৮ টি শূন্যপদে বিভিন্ন ধরনের গ্ৰুপ ডি কর্মী নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:-
এখানে গ্ৰুপ ডি পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেইসঙ্গে আবেদনকারীকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে।

বয়সসীমা:-
এতদিন পর্যন্ত ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম মাফিক ভারতীয় রেলের অধীনে গ্ৰুপ ডি পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীরা সর্বাধিক ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারতেন। তবে সম্প্রতি ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেই নিয়মের বদল ঘটিয়েছে। গ্ৰুপ ডি পদে আবেদনের ক্ষেত্রে সর্বাধিক বয়সসীমা ৩ বছর বাড়ানো হয়েছে। সম্প্রতি ভারতীয় রেলের অধীনে গ্ৰুপ ডি পদে চাকরির জন্য চাকরিপ্রার্থীরা সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বাধিক ৩৬ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন পদ্ধতি:-
ভারতীয় রেলের অধীনে গ্ৰুপ ডি পদে নিযুক্ত কর্মীদের নিয়োগ করার প্রথম মাস থেকেই প্রতি মাসে ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। সেইসঙ্গে বাকি অন্যান্য সব সুযোগ সুবিধাও দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে। তারপর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সবকিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন প্রক্রিয়া শেষ।

নিয়োগ পদ্ধতি:-
ভারতীয় রেলের অধীনে গ্ৰুপ ডি পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি MCQ ভিত্তিক কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই দুটো ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা:-
এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। এই প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ শে জানুয়ারি ২০২৫ থেকে এবং তা চলবে টানা একমাস পর্যন্ত অর্থাৎ আগামী ২২ শে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। যারা যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন নয়তো সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।

OFFICIAL NOTICE: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *