২০২৫ সালের শুরুতেই রাজ্যবাসীদের জন্য নতুন করে সুখবর শোনালো ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফে বিপুল সংখ্যক শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতাতে চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে যাবেন। তবে এখানে ৩২ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারতীয় রেল কিন্তু অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে আটান্ন হাজার শুন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে ভারতীয় রেলে। তবে ঠিক কত শূন্য পদে এই নিয়োগ এবং কবে থেকে শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া ও আবেদন গ্রহণ প্রক্রিয়া সব কিছু বিস্তারিত জানতে পারবেন আপনারা শেষ পর্যন্ত পড়লে।
এখনো পর্যন্ত ভারতীয় রেলের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে ৫৮ হাজার শুন্য পদে গ্রুপ ডি নিয়োগ করা হবে এমন কথা বলা হয়নি। তবে ৩২ হাজার নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে। তবে যতদিন পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ততদিনে শূন্য পদের সংখ্যা আরো কিছুটা বৃদ্ধি হতে পারে তবে ৫৮ হাজার শুন্য পদে নিয়োগ হবে এতটা বৃদ্ধি এই কিছুদিনের মধ্যে হবে না। তবে এখানে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন সে সমস্ত কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক।
মোট শূন্য পদ: ভারতীয় রেলের গ্রুপ ডি পদে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি নিয়োগ করা হবে সেগুলি নিচে উল্লেখ করা হলো-
নিচে দেওয়া তথ্যের ভিত্তিতে একটি টেবিল প্রস্তুত করা হয়েছে:
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Pointsman-B | 5058 |
Assistant (Track Machine) | 799 |
Assistant (Bridge) | 301 |
Track Maintainer Gr. IV | 13187 |
Assistant P-Way | 257 |
Assistant (C&W) | 2587 |
Assistant TRD | 1381 |
Assistant (S&T) | 2012 |
Assistant Loco Shed (Diesel) | 420 |
Assistant Loco Shed (Electrical) | 950 |
Assistant Operations (Electrical) | 744 |
Assistant TL & AC | 1041 |
Assistant TL & AC (Workshop) | 624 |
Assistant (Workshop) (Mech) | 3077 |
মোট শূন্যপদের সংখ্যা | 32438 |
আপনার প্রয়োজনে এই টেবিলটি ব্যবহার করতে পারেন।
ইতিমধ্যেই এতগুলো শূন্য পদে ভারতীয় রেলের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং জানানো হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের বাসিন্দারাই এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। এখানে নিয়োগের বিশেষ সুবিধা হল চাকরিপ্রার্থীদের আইটিআই পাশ যোগ্যতা থাকতে হবে না শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই চাকরিপ্রার্থীরা এই গ্রুপ ডি নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন।
এখানে প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে পরবর্তীকালে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। তবে যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তারা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় পাবেন। SC-ST, চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ৫ বছর ছাড় পাবেন এবং OBC চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী ৩ বছর বয়সের ছাড় পাবেন। এছাড়াও এখানে যারা যারা চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা করে।
এখানে আবেদন জানানোর আগে প্রার্থীদের অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট একবার ভিজিট করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে হবে। যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের মধ্যে UR/OBC প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০ টাকা দিতে হবে এবং SC/ST/মহিলা প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে এখানে ২৫০ টাকা জমা দিতে হবে। এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়ায় শুরু হবে ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
আরও পড়ুন: CLICK HERE
Join Telegram Channel: CLICK HERE
শিক্ষা মানুষের জীবনের অন্যতম প্রধান অধিকার এবং সামাজিক অগ্রগতির মূল ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এখনও…
২০১৬ সালের এসএসসি মামলার একের পর এক আপডেট আসছে যেন শেষ হওয়ার কোন নামই নেই।…
New UPI Rules 2025: বর্তমান দিনে ভারতীয় জনগণের লেনদেনের শব্দে জনপ্রিয় মাধ্যম হল ইউপিআই। সমগ্র…
২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে ৩২,০০০ শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অবৈধভাবে অনেকেই…
ভারতের বৃহত্তম ইন্সুরেন্স কোম্পানি তথা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ২০২৫ সালের জন্য পশ্চিমবঙ্গের…
পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় সুখবর! আগামী জুন মাস থেকে রাজ্যের মহিলারা আরও বেশি ভাতা…