পশ্চিমবঙ্গের বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা। কলকাতা হাইকোর্টের তরফ থেকে সম্প্রতি এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে সকল চাকরিপ্রার্থীরা লেখাপড়া শিখে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই বেকার চাকরী প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে। আপনি যদি একজন বেকার চাকরী প্রার্থী হয়ে থাকেন এবং এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ুন। নিম্নে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য বিষদে বুঝিয়ে বলা হয়েছে।
শূন্যপদের নাম:-
কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ওই কোর্টের অধীনে যে শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা হল ইন্টারপ্রিটিং অফিসার বা দোভাষী কর্মকর্তা। কলকাতা হাইকোর্টের বিভিন্ন ধরনের ভাষায় কাজকর্ম পরিচালনার জন্য এই নিয়োগ করা হবে।
নির্ধারিত বয়সসীমা:-
সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী OBC ক্যাটাগরির প্রার্থীদের ৫ বছর ও SC, ST ক্যাটাগরির প্রার্থীদের ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো:-
কলকাতা হাইকোর্টে ইন্টারপ্রিটিং অফিসার বা দোভাষী কর্মকর্তা পদে যারা নিযুক্ত হবেন তাদেরকে শুরুতে প্রতিমাসে ৫৬,১০০ টাকা করে বেতন দেওয়া হবে। তারপর সেই বেতনের পরিমাণ বেড়ে হবে ১,৪৪,৩০০ টাকা। সেইসঙ্গে মাসিক ৩০০ টাকা করে স্পেশাল অ্যালোয়েন্স দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি/বাংলা/উর্দু/নেপালি/সাঁওতালি ভাষাতে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:-
এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে একটি সাদা পরিষ্কার কাগজে নিজের সম্পর্কে যাবতীয় প্রয়োজনীয় তথ্য যেমন আবেদনকারীর নিজের নাম, পিতা বা স্বামীর নাম, জন্ম তারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার স্কিল, পিন কোড, মোবাইল নাম্বার, ইমেইল আইডি উল্লেখ করে একটি আবেদন পত্র লিখতে হবে। তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে। সবশেষে সাদা কাগজে লেখা আবেদন পত্রের সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি একসাথে যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানাতে পৌঁছে দিতে হবে। তবে আবেদন পত্র জমা দেওয়ার আগে আবেদন নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:-
আবেদন করার সময় যে যে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হল-
১) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্ৰ্যাজুয়েশন পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
২) পরিচয় পত্রের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
৩) কাস্ট সার্টিফিকেট (যাদের আছে)।
৪) আবেদন মূল্য জমা দেওয়ার অরিজিনাল রসিদ।
৫) রিসেন্ট তোলা আবেদনকারীর নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো দুই কপি।
৬) উপরে আবেদনকারীর নিজের স্থায়ী বসবাসের ঠিকানা সহ পোস্টাল স্ট্যাম্প দেওয়া একটি খালি খাম।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এই দুটো ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
আবেদন মূল্য:-
কলকাতা হাইকোর্টের অধীনে ইন্টারপ্রিটিং অফিসার বা দোভাষী কর্মকর্তা পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৮০০ টাকা করে এবং এস.সি, এস.টি ক্যাটাগরির প্রার্থীদের ৪০০ টাকা করে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:-
সংশ্লিষ্ট শূন্যপদে কর্মী নিয়োগের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৫/০১/২০২৫ বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত।
OFFICIAL NOTICE- CLICK HERE
OFFICIAL WEBSITE – CLICK HERE