বঙ্গ চাকরিপ্রার্থীদের জন্য আবারো নতুন করে বিশাল বড় একটি চাকরির আপডেট। চাকরি প্রার্থীদের জন্য পুনরায় একটি সুখবর নিয়ে আমরা হাজির হয়েছি। সম্প্রতি India Post Payment Bank এর তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের 23 জেলাল প্রার্থীরা আবেদন জানাতে পারবে। নারী-পুরুষ নির্বিশেষে সকল ধরনের চাকরিপ্রার্থীদের এখানে চাকরি করার সুযোগ দেওয়া হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের কি কি ডকুমেন্টস প্রয়োজন , বয়সসীমা, শূন্য পদ, আবেদন কিভাবে করবেন।
পদের নাম :- এখানে যে সমস্ত পদে কর্মী এই নিয়োগ করা হবে সেই পদের নাম হল- Executive.
মোট শূন্যপদ :- সব মিলিয়ে এখানে মোট 51 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে UR – 13 , EWS- 3 , OBC – 19, SC – 12, ST- 4 .
শিক্ষাগত যোগ্যতা :- নূন্যতম যোগ্যতা থাকলে চাকরি-প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে।
বয়স :- যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 21 বছর থেকে 35 বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।
আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংক এ আবেদন করতে ইচ্ছুক তারা প্রথমে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফর্মটি নির্ভুল তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো ও বৈধ ফোন নাম্বার দিতে হবে।
আবেদন মূল্য :- যে সকল প্রার্থী আবেদন করবে তাদের 750 টাকা আবেদন মূল্য লাগবে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 150 টাকা লাগবে।
আবেদন শেষ তারিখ :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা 21/03/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নতুন নতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের পেজটি সাবস্ক্রাইব করুন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।
Official NOTICE | Download |
Official Website | Click Here |