আপনি কি একজন বেকার চাকরী প্রার্থী? রেলওয়েতে চাকরি করতে আগ্রহী? তাহলে আপনার জন্য রয়েছে একটা দুর্দান্ত সুখবর। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে সম্প্রতি এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে কলকাতা রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকলেই এখানে চাকরির জন্য আবেদন করা যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই নিয়োগের সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেডে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। যে যে ট্রেড গুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল- ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট ও ওয়েল্ডার।
বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
মেট্রো রেলের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে। এই পদ গুলিতে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে কত টাকা করে বেতন দেওয়া হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
শিক্ষাগত যোগ্যতা:-
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অন্তত পক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ট্রেডে NCVT/ SCVT প্রদত্ত সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন পদ্ধতি:-
কলকাতা মেট্রো রেলের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে চাকরির জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তার জন্য সবার আগে কলকাতা মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইট mtp.indianrailways.gov.in এ ভিজিট করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী সঠিক তথ্য বসিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। সবশেষে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
নিয়োগ পদ্ধতি:-
এখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে মূলত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেই লিস্ট অনুযায়ী যোগ্য প্রার্থীদের বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:-
এখানে শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে সাধারণ শ্রেণীর প্রার্থীদের ১০০ টাকা করে জমা দিতে হবে। তবে SC, ST, PWD ও মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
আবেদন শুরু ও শেষের তারিখ:-
কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ২৩ শে ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২২ শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE